হনুমানের আক্রমণ,রক্তাক্ত বীরভূম!
কৌশিক সালুই : বাঁদরের তান্ডপে নাজেহাল আইনজীবী থেকে শুরু করে বিচারপ্রার্থীরা। হাজার চেষ্টার পরেও বাঁদরটিকে হাতের নাগালে আনতে ব্যর্থ হয় বন দফতরের কর্মীরা,অবশেষে বাঁদর ধরতে পাতা হয় খাঁচা।ঘটনটি বীরভূমের রামপুরহাট আদালতের।