ব্রিগেডের পথে বুদ্ধদেব ভট্টাচার্য

নিউজ ডেস্ক : ৩ বছর পর বামেদের ব্রিগেড সমাবেশ। ২০১৫ সালে বামেদের শেষ ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবারও বামেদের ব্রিগেডের দিন ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়ে যায়, ৩ ফেব্রুয়ারির সমাবেশে বুদ্ধবাবু আসবেন কি না তা নিয়ে। বুদ্ধদেব ভট্টাচার্যের ব্রিগেড সমাবেশে আসা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।তবে শনিবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পরিষ্কার জানিয়ে দেন, চিকিতসকের অনুমতি মিললেই রবিবারের ব্রিগেড সমাবেশে আসছেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর এদিন সকালে ফের রবীন দেব জানান, ব্রিগেড সমাবেশে আসবেন বলে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও অমিয় পাত্র আবার বলেন, চিকিত্সকরা রাজি নন। তাই বুদ্ধবাবুর ব্রিগেড সমাবেশে আসার সম্ভাবনা ৮০ শতাংশ।
