Sunday, May 20, 2018
Home > রাজ্য > গনতন্ত্রের উৎসবের বলি ১৩,একনজরে দিনভর

গনতন্ত্রের উৎসবের বলি ১৩,একনজরে দিনভর

নিউজ ডেস্কঃ

একনজরে হিংসার বলি-

নন্দীগ্রাম  মৃত ২  সিপিএম 

দক্ষিণ দিনাজপুর  মৃত ১ তৃণমূল 

কোচবিহার মৃত ১  বিজেপি

মুর্শিদাবাদ মৃত ১ নির্দল

নাকাশিপাড়া মৃত ১ তৃণমূল

আমডাঙা মৃত ১ সিপিএম

কুলতলি মৃত ১ তৃণমূল

বেলডাঙা মৃত ১ বিজেপি

শান্তিপুর মৃত ১ তৃণমূল

নদিয়া মৃত ১ তৃণমূল 

কুশমুন্ডি মৃত ১ বিজেপি

রায়গঞ্জ মৃত ১ তৃণমূল 

সকাল ৭ টা থেকে উৎসবের মেজাজেই ভোট শুরু হয় গোটা রাজ্য জুড়ে। উত্তরবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই ছিল ভোটারদের লম্বা লাইন। মোমবাতির আলোয় ভোট পরিচালনা করেন ভোটকর্মীরা। অন্যদিকে দক্ষিণবঙ্গে প্রখর দাবদাহের হাত থেকে স্বস্তি পেতে সকাল সকাল ভোট দিতে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এরপর বেলা যত বেড়েছে ততই সামনে আসতে থাকে হিংসার খবর।

বুথ দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়।  শুরু হয় গুলি ও বোমাবাজি। আহত হন বেশ কয়েকজন।

দক্ষিণ দিনাজপুরের তপনে মৃত্যু হয় শাসক দলের এক সমর্থকের ৷ এক্ষেত্রে অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধেই ৷ তপন ঘোষ নামে ওই সমর্থকের বোমার আঘাতে মৃত্যু হয় ৷

রায়গঞ্জে ১ তৃণমূল সমর্থকের মৃত্যু। মারাইকুড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ব্যক্তির। মৃতের নাম অমৃত সাহা।

ভোটে উত্তপ্ত নন্দীগ্রাম ৷ গোপালপুর ৪০ নম্বর বুথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই সিপিএম সমর্থকের ৷ নিহত দুই সিপিএম সমর্থকের নাম অপু মান্না, যোগেশ্বর ঘোষ ৷

বিজেপি কর্মী দুলাল ভৌমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার৷ অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে ৷

কুশমণ্ডির কাটাবাড়িতে গুলিতে মৃত্যু এক যুবকের ৷ মৃত যুবকের নাম বিশু টুডু ৷ বিজেপি কর্মী বিশুর বুকে গুলি লাগে ৷ গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ৷

আমডাঙায় বোমা ফেটে মৃত্যু হয়েছে এক সিপিএম কর্মীর ৷ বোমা নিয়ে যাওয়ার সময়ে বোমা ফেটে মৃত্যু হয়েছে তার ৷ মৃত সিপিএম কর্মীর নাম তৈমুর ৷

বেলডাঙার সুজাপুরে বিজেপি কর্মী তপন মণ্ডল খুন ৷ বোমার আঘাতে খুন বিজেপি কর্মী ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷

শান্তিপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জিত প্রামাণিক ৷ দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হয় তৃণমূল কর্মীর ৷ পাশাপাশি নদিয়ার নাকাশিপাড়ায় খুন করা হয় তৃণমূল কর্মীকে ৷ বোমার আঘাতে খুন তৃণমূল কর্মী ৷ অভিযোগ সিপিএমের বিরুদ্ধে ৷ নিহত ব্য়ক্তির নাম আনসার শেখ ৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *