নিউজ ডেস্ক : সামনে পঞ্চায়েত নির্বাচন। আর নতুন বছর শুরুর আগে গ্রাম সভা করল গরলগাছা গ্রাম পঞ্চায়েত।গ্রামের কাজের খতিয়ান বই আকারে প্রকাশ করা হয়।বর্তমানে হুগলি জেলার এই পঞ্চায়েত তৃণমূলের দখলে।শনিবার বিশাল গ্রামসভার মধ্যে দিয়ে এক কথায় ভোট প্রস্তুতি শুরু করে দিল জোড়া ফুল শিবিড়।
গ্রামসভায় জনসংযোগে গরলগাছা গ্রাম পঞ্চায়েত!
