Wednesday, January 24, 2018
Home > বিনোদন > গেরুয়া ধামাল! নাম বদলেই থামল নাটক

গেরুয়া ধামাল! নাম বদলেই থামল নাটক

নিউজ ডেস্ক : নাম বদলে ‘পদ্মাবতী’-কে মুক্তির অনুমতি দিল সেন্সর বোর্ড। সম্ভবত ছবিটির নাম হতে পারে ‘পদ্মাবত’। ছবিতে সতী প্রথাকে সমর্থন জানানো হচ্ছে না বলেও জানাতে হবে। পাশাপাশি ঘুমর গানেও কিছু পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। শর্ত মানার পরই মুক্তিতে আর কোনও বাধা থাকবে না। কেন এই নামবদল? ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন,  ষষ্ঠদশ শতকে সুফি কবি মহম্মদ জয়সির পদ্মাবত কবিতায় রাজপুত রানির কাহিনী লিখেছিলেন। সেই কবিতাকে আধার করে পদ্মাবতীর চিত্রনাট্য লিখেছিলেন সঞ্জয়লীলা বনশালি। পদ্মাবতীকে নিয়ে বিতর্কের পর আর তাই ঝুঁকি নিতে চায়নি সেন্সর বোর্ড। জটিলতা কাটাতে জয়সির কবিতার নামেই ছবিটির নামকরণ করার সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *