নিউজ ডেস্ক : স্বেচ্ছাবসরের আবেদন জানালেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিস সুপার ভারতী ঘোষ। ব্যারাকপুরে তাঁকে যে পদ দেওয়া হয়েছে, সেই পদে তিনি যোগ দিতে অস্বীকার করেছেন বলে নবান্ন সূত্রে খবর। আজ সকালে নবান্নে রাজ্য পুলিসের শীর্ষকর্তাদের কাছে তিনি চিঠি দিয়ে স্বেচ্ছাবসরের আবেদন করেন। এর আগে ৩ মাসের ছুটি চেয়ে ডিজি সুরজিৎ করপুরকায়স্থর কাছে আবেদন জানান তিনি। কারণ, স্বেচ্ছাবসর নিতে গেলে আগে ৩ মাস ছুটিতে থাকতে হয়। বর্তমানে স্বরাষ্ট্রসচিব অত্রী ভট্টাচার্য দার্জিলিংয়ে রয়েছেন। তিনি কলকাতায় ফিরলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন ভারতী ঘোষ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের পুলিস সুপারের পদে দায়িত্ব সামলেছেন। কয়েকদিন আগেই তাঁকে ব্যারাকপুরে রাজ্য সশস্ত্র পুলিসের তৃতীয় ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার করা হয়। তাঁর জায়গায় পশ্চিম মেদিনীপুরের নতুন পুলিস সুপার হন অলোক রাজোরিয়া। ঝাড়গ্রাম পুলিস জেলার নতুন পুলিস সুপার পদের দায়িত্ব নিয়েছেন এসআইআরবি–র কমান্ডিং অফিসার রাঠোর অমিতকুমার ভরত। এই রদবদলের পরই তিনি ছুটির আবেদন করেছিলেন। আজ স্বেচ্ছাবসরের জন্য আবেদন জানান
স্বেচ্ছাবসরের আবেদন করলেন ভারতী ঘোষ! কিন্তু কেন
